নিজস্ব প্রতিবেদন
শনিবার ০৯ মার্চ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ড তাঁতখানা এ্যাথলেট্রিক্স ক্লাবের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সিজন (১) ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৭১ বাংলাদেশ নিউজ পোর্টাল সম্পাদক নবী হোসেন স্বপনের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর জনাব রুহুল আমীন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা ও তাঁতখানা স্কুল ম্যানিজিং কমিটির সভাপতি এস,এইচ,এম মাহাবুব আলম, সাধারন সম্পাদক ৮নং ওয়ার্ড আওয়ামি যুবলীগ আলমগীর হোসেন , সাবেক সভাপতি গোদনাইল ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ কাজী অহিদ আলম, নাসিক ৮নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন রিপন, সভাপতি জামিয়া ইসলামিয়া যাইনুল আবেদীন মাদ্রাসা হাজী মো শামীম হাসান, যুবলীগ নেতা নজরুল, যুবলীগ নেতা মুরাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন আজকের এই ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা দেখে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। এবং এভাবেই ওয়ার্ডের প্রতিটি মহল্লায় যুব সমাজদের খেলাধুলায় মনোভাব তৈরি করতে হবে তা হলেই সমাজ সুন্দর হবে।
কাউন্সিলর আরো বলেন প্রতিটি অবিভাবকের উচিত সন্তানদের প্রতি বন্ধু মতো করে তাদের খোঁজ খবর রাখা এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোভাব তৈরি করা। আমি আমার নিজ জায়গা থেকে তাঁতখানা এ্যাথলেটিক্স ক্লাবের প্রতিটি সদস্য কে ধন্যবাদ জানাই এতো সুন্দর একটি আয়োজন করার জন্য এবং ভবিষ্যতে এই ধরনের খেলাধুলার জন্য যত প্রকার সহযোগিতা দরকার ইনশাআল্লাহ আমি করবো।
ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ব্লাক প্যান্থার ও স্কাই হকস্ ক্লাব। উক্ত খেলায় ৬ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয় স্কাই হকস্ ক্লাব। ম্যান অব দ্যা ফাইনাল তানভির ৫২(২৫) স্কাই হকস্ ক্লাব প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হৃদয় স্কাই হকস্ ক্লাব।
উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ১৫,০০০ টাকা ও আকর্ষনীয় ট্রফি প্রদান করা হয়, রানার্স-আপ দলকে ৮,০০০ টাকা ও আকর্ষনীয় ট্রফি প্রদান করা হয়।