নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন চৌধুরীবাড়ী বাসস্ট্যান্ড ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন ৪-জুন হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করা হয়েছে। 

রবিবার ২-জুন বাদ মাগরিব চৌধুরীবাড়ী রয়েল প্যালেস পার্টি সেন্টারে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে চৌধুরীবাড়ী ব্যবসায়ী নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়। 

উল্লেখ চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশন নামে একটি কমিটির মেয়াদ উত্তির্ন হওয়ার পরে ১৭ ফেব্রুয়ারী ২০২৪ইং একটি নতুন কমিটির ঘোষণা করেন তার নিজ ফেসবুক আইডিতে সভাপতি মহসিন ভুইঁয়া। যা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় ব্যবসায়ীদের মধ্যে। এক সাক্ষাতে একাধিক ব্যবসায়ী বলেন  গত ১৫ বছর যাবত কোনো প্রকার নির্বাচন ছাড়াই পকেট কমিটি করে একতরফা সভাপতির দায়িত্ব পালনে করে আসছে। এবং বিভিন্ন অভিযোগের কারণে নির্বাচন চেয়ে কাউন্সিলর রুহুল আমীন মোল্লার বরাবর লিখিত চিঠি দিয়েছি আমরা আশাবাদী একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন হবে ।

লিখিত চিঠি পেয়ে কাউন্সিলর রুহুল আমীন মোল্লা, সভাপতি সহ চৌধুরীবাড়ী বাসস্ট্যান্ড সকল ব্যবসায়ী দের নিয়ে গত ০৮মার্চ স্থানীয় এক পার্টি সেন্টারে মতবিনিময় সভা করেন,  যেখানে মহসিন ভুইঁয়া উপস্থিত হননি, একই অনুষ্ঠানে উপস্থিত সকল ব্যবসায়ীদের একমত প্রকাশে  পূর্বের কমিটি বাতিল করে নতুন একটি আহবায়ক কমিটির ঘোষণা করেন কাউন্সিলর রুহুল আমীন মোল্লা।

আহবায়ক কমিটির উদ্যোগে নির্বাচনীয় সকল প্রকার প্রস্তুতি  বাস্তবায়ন করার লক্ষ্যে  (০৭-এপ্রিল) ঈদ পূর্ণমিলন, (২৩-মে) চৌধুরীবাড়ী ব্যবসায়ী নির্বাচনের তফসিল ঘোষণা,একই রাতে ব্যবসায়ীদের উপর মহসিন ভুইঁয়া নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালায় ২৮-মে নির্বাচন পরিচালনা কমিটির ইস্তেহার ঘোষণা ও ৩০-মে প্রার্থীদের মার্কা ঘোষণা করে ৪-জুন ২০২৪ ইং তারিখ মঙ্গলবার চৌধুরীবাড়ী ব্যবসায়ী নির্বাচন হবে বলে ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান  কাজী মহসিন। 

এদিকে নির্বাচন প্রচার প্রচারণায় আনন্দ মুখরিত পরিবেশে মেতে উঠতেই ব্যবসায়ীদের মধ্যে গত ১-জুন হটাৎ করে নেমে আসে আধার কালো মেঘের ছায়া নির্বাচন হবেনা বলে বন্ধ হয় প্রচার প্রচারণা ব্যবসায়ীদের মাঝে সৃষ্টি হয় এক আতংক। 

গত দুইদিন চৌধুরীবাড়ী ব্যবসায়ী নির্বাচনের সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকলেও ২-জুন আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে এবং আগামী ৩১জুলাই ২০২৪ইং  মধ্যে যে কোনো তারিখে নির্বাচন হবে বলে জানিয়েছেন চৌধুরীবাড়ী ব্যবসায়ী নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কাজী মহসিন। 

এদিকে ব্যবসায়ীদের মধ্যে অনেকেই জানিয়েছেন নির্বাচন তারিখ পরিবর্তন বা পিছানো তা কোনো সমস্যা নয় কারণ আমরা নিজেদের কে গোছানোর আরও সময় পেয়েছি। এছাড়া আমাদের চৌধুরীবাড়ী নির্বাচনে বিশেষ অতিথি বিন্দুরা উপস্থিত থাকবে আমাদের কাউন্সিলর, প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ দের নিয়ে আমরা নির্বাচন করবো এটা আমাদের জন্য আরও আনন্দের বেপার। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *