মোহাম্মদ এরশাদুল পটিয়া চট্টগ্রাম
মানবিক ও সামাজিক সংগঠন (শাপলা কুঁড়ি আসর) পেশাজীবি পরিষদ পটিয়া উপজেলা কমিটি গঠনের লক্ষে এক আলোচনা সভা গত ২৯ জুলাই শুক্রবার পটিয়া ওয়াপদা রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বিশিষ্ট ব্যাংকার ও সমাজ সেবক মোরশেদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র ও শাপলা কুঁড়ি আসরের প্রতিষ্ঠাতা মোঃ আইয়ুব বাবুল।
বক্তব্য রাখেন ব্যাংকার সংগঠক আলমগীর আলম, ইমরুল কায়েস,সৈয়দ মিয়া হাসান, এজিএম দাউজ্জামান আজাদ,মোশাররফ হোসেন মাসুদ,মোরশেদুল আলম,মোরশেদুর রেজা সবুজ, হাসান মানিক,ইমরান হোসেন বাপ্পী,হেফাজুল করিম,আবু মোঃ রাসেন,মাহফুজুর রহমান, রমিজ উদ্দিন প্রমুখ।সভায় পটিয়ার সকল পেশার প্রতিনিধিদের নিয়ে মানবিক ও সামাজিক কাজ করার প্রত্যায়ে পৃণার্ঙ্গ কমিটি গঠনের লক্ষে তিন মাসের জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
এতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রামু শাখার ম্যানেজার বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক মোরশেদুল আলমকে আহবায়ক,বিশিষ্ট সংগঠক ও ব্যাংকার আলমগীর আলমকে ১নং যুগ্ন আহবায়ক, ব্যাংকার সংগঠক ইমরুল কায়েস, মোশারফ হোসেন মাসুদ, মোরশেদুল আলম, সৈয়দ মিয়া হাসানকে যুগ্ন আহবায়ক, ব্যাংকার এজি এম দাউদজ্জামান আজাদকে সদস্য সচিব করা হয়।সদস্যবৃন্দ মোরশেদুর রেজা সবুজ,ইমরান হোসেন বাপ্পী,হেফাজুল করিম,হাসান মানিক,মাহফুজুর রহমান আবু মোঃ রাসেল, রমিজ উদ্দিন, ইব্রাহিম রানা প্রমুখ।
এদিকে নব গঠিত কমিটিকে দক্ষিণ জেলা, পটিয়া উপজেলা,পটিয়া পৌরসভা শাপলা কুঁড়ি আসর নেতৃবৃন্দ এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন।