মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
লোহাগাড়ায় শাহপীর পাইল্ট উচ্চবিদ্যালয়ের মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৮ জুন) বিকালে অনুষ্ঠিত প্রীতি ফুটবল টুর্নামেন্টে আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল সমর্থকরা।
খেলায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির।
লোহাগাড়া ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এস কে শামশুল আলম সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন, এম আজিজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এ আজিজ, শিক্ষক আবু বক্কর, সুজিত কুমার পাল ।
খেলার প্রথমার্ধে কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ব্রাজিল দলের সমর্থক বাঁধন শীলের ০-১ গোলে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল সমর্থক ফুটবল দল। ব্রাজিলের টিম প্রধান ছিলেন মোজাফর।
হক এন্টারপ্রাইজের আয়োজনে খেলাটি স্পনসর ছিলেন এম আজিজ এন্টারপ্রাইজ। এই সময় মাঠের বাহিরে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা ছাড়াও হাজার হাজার ফুটবলপ্রেমী খেলাটি উপভোগ করেন।