মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় বসতবাড়ি সহ পানিতে তলিয়ে গেছে অনেক রাস্তা-ঘাট এতে পুকুর ও মাছের ঘের ভেসে গেছে।
এদিকে (১ জুলাই বৃহস্পতিবার) সকালে ডলু খালের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আধুনগর, পুটিবিলা ও বড়হাতিয়া ইউনিয়নে। বর্তমানে ওই এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন বলেন, ডলু খালের তীর ভেঙ্গে মিয়া পাড়া, চৌধুরী, গাটিয়া পাড়া, সিপাহী পাড়া, সর্দানী পাড়া, দক্ষিণ হরিনা প্লবিত হয়েছে।
এছাড়াও হাতিয়ার খালে ভেঙে রুস্তমর পাড়া,ওজা পাড়া, মরা ডলুকুল,সেদিরপুনি বড়ুয়া পাড়া প্লবিত হয়েছে এতে হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে আছে এছাড়াও গ্রামীণ সড়ক কৃষক ও মৎস্যজীবীদের লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
বড়হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান এম ডি জুনাইদ জানান, টানা বৃষ্টিতে বড়হাতিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে ঘরবাড়িতে পানি প্রবেশ করছে পানিবন্দি হয়ে পড়েছে অনেক মানুষ।
সকাল থেকে পরিদর্শন করেছি, চেষ্টা করছি মানুষকে নিরাপদে রাখতে এব্যাপারে আমি ইউনএনও মহোদয়কে জানিয়েছি।
এদিকে, পুটিবিলার ইউনিয়নের বাসিন্দা আ স ম দিদারুল আলম জানিয়েছেন,টানা বর্ষণে এম চর হাট মাছ ব্যবসায়ী সমিতির ফারুক মিয়ার তিনটি মাছের ঘের ভেসে গেছে এতে ক্ষয়ক্ষতি ৩০ লাখ টাকা মতো হয়েছে বলে দাবী তার।
জানতে চাইলে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু বলেন, আমরা লকডাউনে বাস্তবায়নে ব্যস্ত আছি এলকার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছি তারা যেন ত্রাণ কার্যক্রম চালিয়ে যায়।