বন্দর প্রতিনিধি:
বন্দরে পৃথক অভিযান চালিয়ে ২৬ কেঁজি ২’শ ৫০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ আদমজীনগর ও বন্দর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো চট্রগ্রাম জেলার সিটি গেইট বিশ্ব কলোনী কাঁচাবাজার এলাকার কবির সওদাগরের ভাড়াটিয়া রফিক মিয়ার ছেলে সাজু (২৬) সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদি নতুন মোহল্লা পেয়ারা বেগমের ভাড়াটিয়া মোহাম্মদ আলী মিয়ার ছেলে ইব্রাহিম (২৫) নোয়াখালি জেলার কোম্পানীগঞ্জ থানার চর লেংটা চর এলাহি বাজার এলাকার মোহাম্মদ আলী মিয়ার ছেলে দিদার (২৩) একই জেলার চর জব্বার এলাকার মধ্যম বাগ্যা এলাকার জামান মাঝি ছেলে জিসান (১৯) ও বন্দর থানার চৌধুরীবাড়ী এলাকার মৃত সুরুজ চৌধুরী ছেলে সুমন (২৪)।

গ্রেপ্তারকৃত ৫ মাদক ব্যবসায়ী মধ্যে মাদক ব্যবসায়ী সুমনকে উল্লেখিত মাদক মামলায় ও ২৬ কেঁজি গাঁজাসহ ধৃত ৪ মাদক কারবারিকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে রোববার (২০ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে। এর আগে গত শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৩টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে ৪ মাদক কারবারিকে ও একই রাত পৌনে ১১টায় পুরান বন্দর ছালা পাগলার মাজারের সামনে থেকে মাদক ব্যবসায়ী সুমনকে উল্লেখিত গাঁজাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বন্দরে পৃথক স্থান থেকে গাঁজা উদ্ধারের ঘটনায় র‍্যাব-১১ সিপিএসসি আদমজীনগরের উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন মৃধা ও বন্দর থানার উপ-পরিদর্শক ফয়েজ হোসেন বাদী হয়ে বন্দর থানায় পৃথক মাদক আইনে দুইটি মামলা রুজু করেন। যার মামলা নং- ৩২(৮)২৩ ও ৩৩(৮)২৩।

থানা সূত্রে জানাগেছে, র‍্যাব-১১ সিপিএসসি আদমজীনগরের উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন মৃধাসহ সঙ্গীয় ফোর্স আদমজীনগর টহল সিসিনং- ৪৫৫/২০২৩ইং মূল্যে গত শুক্রবার (১৮ আগস্ট) রাতে বন্দর থানার মদনপুর বাজার এলাকায় টহল ডিউটি করাকালিন সময়ে গত শনিবার রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পায় কতিপয় মাদক ব্যবসায়ীরা বিশাল মাদকের চালান নিয়ে বিক্রির উদ্দেশ্যে কাভার্ডভ্যান যোগে কমিল্লা হইতে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

বিষয়টি তাৎক্ষনিক উর্ধ্বতন কতর্ৃপক্ষকে অবহিত করে সত্যতা যাচাই জন্য গত শনিবার রাত দেড়টায় মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে। পরে ঢাকা গামী একটি কাভার্ডভ্যান দেখে থামানোর সংকেত দিলে কভার্ডভ্যানে থাকা মাদক ব্যবসায়ীরা বস্তা ও ব্যাগ নিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় ২৬ কেঁজি গাঁজাসহ সাজু, ইব্রাহিম, দিদার ও জিসান নামে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ছাড়াও বন্দর থানার এসআই ফয়েজ হোসেনসহ সঙ্গীয় ফোর্স গত শনিবার রাতে পুরান বন্দর ছালা পাগলার মাজারের সামনে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *