বন্দর প্রতিনিধি:
বন্দরে কার্গো ট্রাক তল্লাশী চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো সুদূর সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ১নং ইসলামপুর ইউনিয়নের তৈয়মুর নগর এলাকার মৃত আব্দুর রশীদ মিয়ার ছেলে সুন্দর আলী (৩৭) একই জেলার একই থানার ৩নং ইসলামপুর ইউনিয়নের টুকেরগাঁও এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে জাহিদ (২০) ও একই এলাকার ইকবাল মৃত নুরুল ইসলামের ছেলে জুয়েল আহাম্মেদ (২৫)।
ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় র্যাব-১১ সিপিসি-১ নায়েব সুবেদার মোঃ হারুন অর রশিদ বাদী হয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকালে ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং-। গ্রেপ্তারকৃতদের ওই দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত রোববার (২৩ ফেব্রুয়ারী) রাতে বন্দর উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী ঢাকা মেট্রো ট-২৪-৬৮৩৭ নাম্বারের কার্গো ট্রাকের সিটের নিচে তল্লাশী চালিয়ে উল্লেখিত ফেন্সিডিলসহ ওই ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায় আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে অবৈধভাবে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।