বন্দর প্রতিনিধি:
বন্দরে ছিনতাইয়ের প্রস্তুতি কালে ধারালো অস্ত্রসহ ৪ ছিনতাইকারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব-১১ সিপিসি-১ টহল দল। ওই সময় র্যাব এর টহল দল গ্রেপ্তারকৃত ছিনতাইকারিদের কাছ থেকে ১টি স্টিলের তৈরি সুইচ গিয়ার, ১টি লোহার বাট যুক্ত স্টিলের তৈরি সুইচ গিয়ার, ১টি প্লাষ্টিকের বাটযুক্ত চাকু ও ১টি লোহার তৈরি পাইপ জব্দ করে।
গ্রেপ্তারকৃত ছিনতাইকারিরা হলো বন্দর স্বল্পের চক এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে আরিফ (৩৫) বন্দর কবরস্থান রোড চিতাশাল এলাকার সেলিম মিয়ার ছেলে নাজমুল হাসান (২৬) বন্দর উপজেলার দক্ষিন ঘারমোড়া এলাকার হাজী ইসমাইল মিয়ার ছেলে ইয়াছিন (২৭) ও বাগের হাট জেলার ফকিরহাট থানার কুলিয়া দাইর এলাকার পাইছো খানের ছেলে ও বর্তমানে বন্দর রুপালী আবাসিক এলাকার মুক্তিযোদ্ধা গল্লী এরঅকার ভাড়াটিয়া শুক্কুর (৩০)। গত শনিবার (১১ ফেব্রুয়ারী) রাত ৯টায় বন্দর কবরস্থান রোডস্থ জনৈক সোহান মিয়ার বাড়ি পাঁকা রাস্তার উপর থেকে দেশীও অস্ত্রসস্ত্রসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে র্যাব-১১ উপ-পরিদর্শক শ্রী বিকাশ চন্দ্র দাস বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৪ ছিনতাইকারি বিরুদ্ধে ব আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে বন্দর থানায় দ্রুত বিচার আইনে এ মামলা রুজু করেন। যার মামলা নং- ১৩(২)২৩ ধারা- ৪(১)৫ আইন –শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন ২০১৯। এ ঘটনায় উল্লেখিত মামলার তদন্তকারি কর্মকতার্ বন্দর থানার উপ-পরিদর্শক আবুল হাসান হাওলাদার গ্রেপ্তারকৃত ৪ ছিনতাইকারিকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে রোববার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে র্যাব-১১ সিপিসি-১ এর উপ-পরিদর্শক শ্রী বিকাশ চন্দ্র দাসসহ সঙ্গীয় ফোর্স নারায়ণগঞ্জ টহল সিসি নং ৫১/২০২৩ মূলে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন এলাকায় টহল ডিউটি করা কালিন সময়ে রাত ৮টায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পায় কতিপয় দুস্কৃতিকারী দল পরিকল্পিত ভাবে ছিনতাই ও চাঁদা দাবীর উদ্দেশ্যে দলগত ভাবে শক্তির মহড়া ধর্তব্য অপরাধ সংগঠিত করার জন্য বন্দর কবরস্থান রোড এলাকার জনৈক সোহানের বাড়ি সামনে অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে র্যাব-১১ বিষয়টি উর্ধ্বতন কতর্ৃপক্ষকে অবগত করে রাত পৌনে ৯টায় উল্লেখিত স্থানে অবস্থান করে।
ওই সময় ছিনতাইকারি দল র্যাব-১১ উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে ওই সময় র্যাব-১১ ছিনতাইকারি আরিফ, নাজমুল, ইয়াছিন ও শুক্কুরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশী চালিয়ে ২টি সুইচ গিয়ার, ১টি লোহার বাটযুক্ত চাকু ও একটি লোহার রড জব্দ করে।