রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ
মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো এলাকার ব্যবসায়ী মোতাহার কাজীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।রবিবার রাত ৩ টা ৩০ মিনিটের দিকে ১০/১৫ সদস্যের ডাকাতদল বিল্ডিংয়ের গ্রীলের জানালা কেটে ঘরে প্রবেশ করে। পরে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে স্টিলেরআলমারির চাবি নিয়ে নেয় এবং রশি দিয়ে বেধে একটি রুমের ভিতর আটকিয়ে রাখে।স্টিলের আলমারি থেকে নগদ ২০ লাখ টাকা, আড়াই লাখ রুপি, ৪ হাজার ইউ এস ডলার ও ১০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে পালিয়ে যায়।
প্লেন সিট ব্যবসায়ী মোতাহার কাজী জানান,ব্যাংক ২ দিনবন্ধ থাকায় ব্যবসার ২০ লাখ টাকা বাড়িতে নিয়ে আসে।তাছাড়া তার মায়ের চিকিৎসার জন্য আড়াই লাখ রুপি ঘরে ছিলো। আজই তার মাকে চিকিৎসার জন্য কলিকাতার উদ্দেশে নিয়ে যাওয়ার কথা রযেছে।
ডাকাত দল যাওয়ার সময় বাড়িতে লাগানো সিসিটিভির ক্যামেরা ও ডিবিয়ার মেশিন নিয়ে যায়।
এ ঘটনায় রূপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ জানান, ডাকাতির ঘটনায় আইনগত ব্যবস্হা নেয়া হচ্ছে।