মোঃ আবু কাওছার মিঠু
রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ ও কায়েতপাড়া ইউনিয়নের খামাড়পাড়া এলাকা থেকে ফেন্সিডিল, বাংলা মদ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গত ২মার্চ রবিবার রাতে র‌্যাব-১ এর সদস্যরা তাদের গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে।
পুলিশ জানায়, রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ এলাকা থেকে ৫০বোতল ফেন্সিডিল ও ১০বোতল বাংলা মদসহ মাদক ব্যবসায়ী অপু দাসকে(২৫) গ্রেফতার করা হয়েছে। সে পিতলগঞ্জ মনিপাড়া গ্রামের নারায়ণ দাসের ছেলে।

এছাড়া রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের খামাড়পাড়া এলাকার মাদক ব্যবসায়ী সাব্বির আহমেদকে(২২) ১৬পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে নিজ নিজ এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো বলে অভিযোগ রয়েছে।

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবায়াসীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *