মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকার এসআইকে টেক্সটাইল মিলে গতকাল ১৬এপ্রিল বুধবার ভোরে ডাকাতি সংঘটিত হয়েছে। মুখোশ পরিহিত ১০/১২সদস্যের একদল ডাকাত কারখানায় প্রবেশ করে ৬জন কর্মচারীর হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে টেক্সটাইল মিলের গোডাউনে রক্ষিত সুতা ও উৎপাদিত কাপড় লুটপাট করে। ডাকাতরা ৬টি মোবাইলফোন, নগদ ২হাজার ৭৬০টাকাসহ ২০লক্ষাধিক টাকার সুতা ও উৎপাদিত কাপড় নিয়ে যায়।

একপর্যায়ে কর্মচারীদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে পিকআপে করে মালামাল নিয়ে ডাকাতরা পালিয়ে যায়।

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে। টেক্সটাইল মিলের লুটে নেওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *