আনোয়ার হোসেন আকাশ,
রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুইদিন ব্যাপি উন্নয়ন মেলার সমাপনী ঘোঘণা করা হয় রবিবার (২৮মার্চ) রাত ৯ টায়।

স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশে উদযাপন উপলক্ষে গত দুইদিন আগে উপজেলা চত্বরে উন্নয়ন মেলার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় সরকারি-বেসরকারি মোট ১৮ টি সু সজ্জিত স্টল বসানো হয়। মেলায় স্বাস্থ্যবিধি মেনে জনসমাগম সহ সকল কার্যক্রম পরিচালনা করা হয়।
উন্নয়ন মেলা শেষে রবিবার রাতে সেমিনার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন কৃষিবিদ ও উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ।

এ সময় কৃষি কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পুরস্কার বিরতণী অনুষ্ঠান উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, ৩০১ মহিলা সংরক্ষিত সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, অধ্যক্ষ সইদুল হকমহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার,বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ ।

শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা নির্বাচিত হওয়ার পর কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ বক্তব্যে বলেন- আমি আমার এই পুরষ্কার অর্জন করেছি একমাত্র আমার উপজেলার কৃষকদের জন্য তাই আমি তাদেরকেই আমার এই পুরস্কার উৎসর্গ করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *