আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৩৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ,ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নেকমরদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সহকারী শিক্ষা কর্মকর্তা সীমান্ত কুমার বসাক কর্তৃক নিজ অর্থায়নে বরাদ্দকৃত গাছের এ চারাগুলোর বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

নেকমরদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শেফালি বেগমের সঞ্চালনায় চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক আনিসুর রহমান, রাতোর স. প্রা. বি, প্রধান শিক্ষক রেজাউল হক, যদুয়ার স. প্রা. বি, প্রধান শিক্ষিকা নার্গিস পারভীন, করনাইট কুমারগঞ্জ স. প্রা. বি, প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সহকারী শিক্ষা কর্মকর্তা সীমান্ত কুমার বসাকের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সুস্থ প্রজন্মের দেশ গড়ার প্রত্যয় নিয়ে এ উদ্যোগ রাণীশংকৈলের পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে।

প্রসঙ্গত…..
রাণীশংকৈল উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এর আওতায় আট ক্যাটাগরিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও শ্রেষ্ঠ বিদ্যালয় এবং ব্যবস্থাপনা কমিটিতে যারা ভালো করেছেন। তাদের নির্বাচিত করে তালিকা প্রকাশ করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

গত (৭ই সেপ্টেম্বর) বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় দেখা যায়, সহকারী শিক্ষা কর্মকর্তা সীমান্ত কুমার বসাক শ্রেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *