আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

‘শেখ হাসিনার মূলনীতি’ “গ্রাম শহরের উন্নতি” এই শ্লোগানে ও ‘‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার,উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ পালন করা হয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও তিন আসনের জাতীয় সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে সকলের অংশগ্রহণে একটি র‌্যালী বের হয় র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমের গিয়ে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমানের সভাপতিত্বে
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আব্দুল বাতেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, এ জেড সুলতান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তাহের,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,আব্দুল বারি,আবুল কালাম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

উন্নয়ন মেলায় ১০টি স্টলের মাধ্যমে বিভিন্ন খাদ্য, হাতের তৈরি বিভিন্ন ডিজাইনের কাপড়সহ নানা রকমারি স্টল বসে, এইসব দেখতে স্কুলের ছাত্র-ছাত্রীসহ অনেকে উপস্থিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *