আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রমোশন অব রাইটস অব ইথনিক মাইনোরিটি এন্ড দলিত ফর ইমপ্রুভমেন্ট প্রোগাম( প্রেমদীপ) ইএসডিও’র বাস্তবায়নে ও হেকসপার এর আয়োজনে সমতল আদিবাসীদের পৃথক ভূমি কমিশনের দাবিতে ইএসডিও অফিস থেকে একটি র‍্যালী বের হয়ে পৌর শহরের যাত্রীছাউনী মোড়ে এসে শেষ হয়।

পরে ইএসডিওর উদ্যোগে মঙ্গলবার
(৯ নভেম্বর) দুপুরে পৌরশহরে যাত্রী ছাউনি মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি গ্রহণ করে।

মানববন্ধন চলাকালীন সময় ইএসডিও’র উপজেলা প্রেমদীপ প্রকল্পের ম্যানেজার খাইরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক এমপি সাবেক অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক অধ্যক্ষ ক্রিড়াবিদ তাজুল ইসলাম, পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার,ইএসডিও’র জেলা সমন্নয়করী সেরাজুস সালেকিন,
আদিবাসী সভাপতি গোপাল শুগামূ্র্মূ, সম্পাদক কবিরাজ মূ্র্মু আদিবাসি নেতা সামুয়েল মার্ডী,সেজুতি টুডু, স্থানীয় আদিবাসি নেতারা প্রমুখ।

এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীগন মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন, কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। এবং দলিত আদিবাসীদের পৃথকভাবে ভূমি কমিশন গঠন করার জোর দাবী জানানো হয়।

শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভকে স্মারকলিপি প্রদান করে আদিবাসী নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *