নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ
গিয়াসউদ্দিন বলেছেন, উদাহরণ তৈরি করেছে রাজীব।সে তার প্রার্থীতা প্রত্যাহার করে খোকনকে সাধারণ সম্পাদক হওয়ার সুযোগ করে দিয়েছে এটাই হচ্ছে রাজনৈতিক অঙ্গনের সেক্রিফাইজ।

তোলারাম কলেজের মত জায়গায় সে প্রথম নির্বাচিত ছাত্রদলের ভিপি সাংগঠনিক ক্ষমতা বক্তব্য দেয়ার যোগ্যতা সব তার আছে। তারপরেও তার এই সেক্রিফাইজ সবার মনে রাখতে হবে। যদি এমন সেক্রিফাইজ করতে পারি তাহলেই দল করতে পারবো।

শনিবার (১৭ জুন) নারায়ণগঞ্জ জেলা বিএনপির
সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমি ছাত্রজীবন থেকে সংগঠন করে আসছি আমাদের ঐক্যের প্রয়োজন দলে অনেক সময় ভাল মন্দ থাকবেই। কারও বিরুদ্ধে প্রকাশ্যে মিথ্যাচার বা সত্য বলেও মান সম্মানে আঘাত করা যাবে না।

কোন ভাই নয়, শুধুমাত্র দলের নেতার প্রতি আনুগত্যশীল করে কাজ করতে হবে। ভাই ভাই করে দলকে বিভক্ত করা হচ্ছে এভাবে কোন রাজনৈতিক দল সফলভাবে কাজ করতে পারে না। শুধুমাত্র আমরা যারা এমপি হতে চাই নেতৃত্ব দিতে চাই তাদের মধ্যে এই গলদ হয়েছে।

নারায়ণগঞ্জে অনেক যোগ্য নেতা আছে তারা
অনেক সেক্রিফাইজ করেছেন আমাকে বিনা
প্রতিদ্বন্দিতায় নির্বাচিত করার জন্য তারা দলের কথা
বিবেচনা করে মনোনয়ন নেননি আমি অবশ্যই
আপনাদের সম্মান দিয়ে এই দায়িত্ব পালন করবো।
যখন তা পারবো না এ দায়িত্ব ছেড়ে চলে যাবো
আমি আপনাদের অভিভাবকের দায়িত্ব নিয়েছি।

আমি প্রত্যেককে সম্মান দিতে চাই এবং কর্ম অনুযায়ী ফল দিতে চাই। ঘরে বসে থাকবে আর পকেটের হবে সে কাজ করতে আমি আসিনি। দেশের মানুষ দোয়া করে তারেক রহমানের জন্য। কবে তিনি আসবেন আর এদেশের নেতৃত্ব দিবেন। আজ
তিনি যদি ঢাকা এয়ারপোর্টে এসে নামেন কারও বাবার
ক্ষমতা নেই ঠেকানোর।
আজ চিটাগাং রোডে আওয়ামী লীগের ক্যাডাররা চাঁদা তোলে। দল ক্ষমতায় আসলে আমরা চাঁদা তুলবো, এসকল আশা করে যারা রাজনীতি করেন তারা বাদ দেন। আসুন ভাল মানুষ দিয়ে সংগঠন করি খারাপ মানুষদের বিদায় করি। ভাল মানুষ ছাড়া এ রাষ্ট্রের উদ্ধার সম্ভব নয়।

একটি প্রতীকূল অবস্থায় আমাদের রাজনীতি করতে
হচ্ছে। এমন সময়ে এখানে কাউন্সিল করতে গিয়ে কী
দুর্বিষহ অবস্থায় আমাদের পড়তে হয়েছে আপনারা তা
জানেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।
জেলা বিএনপি গঠনকাল থেকে যারা এ জেলাকে
নেতৃত্ব দিয়েছেন তাদের শ্রদ্ধা না জানালে কাজটি সঠিক
হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *