বাংলাদেশ যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের উদ্যোগে পবিত্র শবে কদর উপলক্ষ্যে রাজধানীতে অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।বুধবার (২০ মে) বিকেলে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ও হযরত শাহআলী বাগদাদী(রহঃ) মিরপুর মাজারে অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে ইফতারের পূর্বে রান্না করা খাবার তুলে দেন যুবলীগ নেতারা।
খাবার বিতরণ কাজে অংশ নেন-ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সহ-সভাপতি মোঃ জলিলুর রহমান সাব্বির আলম লিটু, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সাংগঠনিক সম্পাদক খায়রুল উদ্দিন আহমেদ ৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ নাসির উদ্দীন, ১০ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক রিফাত আহসান অভি প্রমুখ।