সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টার কুষ্টিয়াঃ
কোভিড-১৯ এর প্রকোপ বেড়ে যাওয়ায় ২৫ মার্চ রোজ বৃহস্পতিবার জেলা পুলিশ, কুষ্টিয়া কর্তৃক মাস্ক পরিধানের উপর কুষ্টিয়া মডেল থানার বিভিন্ন এলাকায় গণসচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন।

“মাস্ক পড়ার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ”
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় উপর গণসচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরন কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে আজ কুষ্টিয়া মডেল থানাধীন মঙ্গলবাড়ী, ত্রিমোহনী, পুরাতন আলফার মোড়সহ আশে পাশের এলাকা হতে আসা-যাওয়া জনগনের মাঝে জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় মাস্ক বিতরনসহ কোভিড-১৯ সম্পর্কিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে অংশ গ্রহন করেন। উক্ত সচেতনতামূলক প্রচারণায় পুলিশ সুপার মহোদয় কোভিড-১৯ সম্পর্কিত বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করেন এবং নিজ হাতে জনগনের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময়ে আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) এবং অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়াসহ অফিসার ও ফোর্স, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়াসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করেন।
“সচেতন হউন, মাস্ক পরিধান করুন”
জনসচেতনতায়: জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *