আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মায়ের সঙ্গে নানার বাড়ি যাওয়া হলোনা তিন বছরের শিশুকন্যা অনু রায়ের। বেপরোয়া গতির একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় প্রাণ গেছে তার। এ সময় তার মা মালনী রায় আহত হয়।

দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ চারজন
গুরুত্বর আহত হন। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নেকমরদ – ভাউলার হাট সড়কের গণ্ডগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুকন্যা অনু রায় (৩) উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের সাগর রায়ের একমাত্র মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম।

আহতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার মটরা গ্রামের নরেন রায়ের ছেলে রনজিত (১৭) বালিয়াডাঙ্গী উপজেলার পদম পুকুর এলাকার মরিয়ম বেগম (৫০) রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের সাগর রায়ের স্ত্রী মালনী রায় (৩০)
ও অটোরিকশা চালক রাণীশংকৈল উপজেলার যদুয়ার গ্রামের জিয়াউর রহমান
(৪৫)

ফায়ার সার্ভিসের কর্মীরা আহতের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর মেডিকেল হাসপাতাল রেফার্ড করেন কর্মরত চিকিৎসকরা।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান,
ঘাতক অটোরিকশাটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় গ্রামবাসীর দাবি অনুযায়ী লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি তাই মরদেহ সৎকারের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *