হুজুরঃ আমারে আর মাইরেন না আমি মইরা যামু আমারে ছাইড়া দেন মায়ের কাছে চইলা যামু। মাত্র ১০ বছর বয়স কান্নায় একটুও মায়া লাগে নি পাষণ্ড মাদ্রাসার শিক্ষককের।
ময়মনসিংহ ভালুকার জামিরদিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল তাওহিদুল ইসলাম। সম্প্রতি পড়া মুখস্থ করতে না পারায় মাদ্রাসার শিক্ষক হাফেজ আমিনুল ইসলাম লাঠি দিয়ে পিটিয়ে তাওহিদুলের পাজরের হাড় ও একটি পা ভেঙে দেন। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করেন ওই শিক্ষক।

গত রোববার রাতে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাওহিদুল ইসলাম (১০) নামে ওই ছাত্র মারা যায়। সে ভালুকার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাও গ্রামের কয়েস মিয়ার ছেলে। এদিকে ঘটনার পর থেকেই আবাসিক ছাত্রদের মাদ্রাসায় ফেলে গা ঢাকা দিয়েছেন শিক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *