মোস্তাকিম আহমেদ আলিফঃ
স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে শ্রীনগরে শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ২৬ মার্চ বিকেল ৩ টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের মরহুম আইয়ুব আলী চেয়ারম্যানের বাড়ী সংলগ্ন মাঠে মরহুম আইয়ুব আলী চেয়ারম্যান ও মরহুম আবু তাহের স্মৃতি সংসদের আয়োজনে ক্রিকেট খেলা উদ্বোধন করেন মুন্সীগঞ্জ -১ আসনের মাননীয় সাংসদ মাহী বি চৌধুরী এমপি।

মরহুম আইয়ুব আলী চেয়ারম্যান ও মরহুম আবু তাহের স্মৃতি সংসদের সভাপতি ও বাঘড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ আবু আল নাসের তানজিলের সভাপতিত্বে এ সময় সময় উপস্থিত ছিলেন, বিকল্প ধারা বাংলাদেশ শ্রীনগর শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম হামিম, বিকল্প ধারার সদস্য সচিব গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু, আবদুল্লাহ আল মামুনসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *