আলিফ হোসেন (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ৫০ বছরে স্বাধীনতা দিবসে বিক্ষোভরতদের উপর হামলা ও নির্বিচারে গুলি মানুষ হত্যা এবং ঢাকা মাওয়া মহাসড়কের নিকটে নিমতলায় আল্লামা আব্দুল হামিদ, পীর সাহেব মধুপুর ও সৈয়দপুর মাদ্রাসার মোহতামিম আল্লামা বশির আহম্মাদের উপর হামলার প্রতবিবাদে শ্রীনগরে ইসলামী আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা করা হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীনগর শাখার উদ্যোগে শ্রীনগর বাজার মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিক করে শ্রীনগর ডাকবাংলো এলাকায় এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বিভিন্ন স্লোগান নিয়ে বক্তব্য দেন এবং গত কয়েক দিনে হামলায় মৃত্যুবরণকারীদের এবং মধুপুর পীর সাহেবসহ আহতদের সুস্থ্যতায় কামনায় দোয়ার মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিক্ষিভ মিছিলটি শেষ করেন।
