ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ভারতের জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে লস্কর ই তৈবার জঙ্গিদের আস্তানা ঘিরে ফেলে ভারতের আধা সামরিক বাহিনীর সদস্যরা ও জম্মু ও কাশ্মীরের পুলিশ বাহিনীর সদস্যরা। এই খবর টের পেয়ে পজিশন নেয় ভারতের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা।

ভারতের আধা সামরিক বাহিনীর সদস্যরা জঙ্গি আস্তানার দিকে অগ্রসর হতে গুলিবর্ষণ শুরু করে লস্কর ই তৈবার সদস্যরা। পাল্টা আক্রমণ করে ভারতের আধা সামরিক বাহিনীর সদস্যরা চলতে থাকে তুমুল গুলির লড়াই। খবর পেয়ে আরও সামরিক বাহিনীর সদস্যরা। ঘিরে ফেলে গোটা এলাকা।

জঙ্গিদের আত্মসমর্পণের জন্য বার বার বলা হয়। কিন্তু তার উত্তরে ছুটে আসে গুলি ও মাটার থেকে গোলা। পাল্টা আক্রমণে পিছু হটে যায় জঙ্গিরা। কিন্তু ফের আধা সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে আবার গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। পাল্টা আঘাত হানতে সামরিক বাহিনীর সদস্যদের গুলিতে নিহত হয় জম্মু ও কাশ্মীরের লস্কর ই তৈবার কমান্ডার ইশফাক দার। যায় খোঁজ এ এতদিন হন্যে হয়ে ঘুরতে থাকে ভারতের আধা সামরিক বাহিনীর সদস্যরা।

এর আগে ভারতের আধা সামরিক বাহিনীর সাথে বহু জঙ্গি সংগঠন এর লড়াই হয়েছে। কিন্তু এত দীর্ঘ ক্ষন লড়াই খুব কমই দেখা গেছে। সারারাত ধরে লড়াই শেষে আজ ভোরে আধা সামরিক বাহিনীর সদস্যদের গুলিতে নিহত হন ইশফাক দার।

এই খবর দিয়েছে ভারতের জম্মু ও কাশ্মীরের আই জি পি শ্রী বিজয় কুমার আই পি এস। মৃত জঙ্গিদের ডেরা থেকে প্রচুর পরিমাণে গোলা গুলি ও লাইট মেশিনগান ও মাটার ছোড়ার মেশিন গান পাওয়া গেছে। তবে আগামী দিনে জঙ্গিদের দমন করতে কড়া পদক্ষেপ গ্রহণ করবে ভারতের কেন্দ্রীয় সরকার।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *