কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
আজ থেকে প্রায় পাঁচ বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশের সদর দপ্তর কে তিন ভাগে ভাগ করে দেন কাজের সুবিধার জন্য পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই তিন টি জেলা পুলিশ হল একটি সুন্দর বন জেলা পুলিশ দুই ডায়মন্ডহারবার জেলা পুলিশ, তিন হল বারুইপুর জেলা পুলিশ। আজ দীর্ঘদিনের দাবি অনুযায়ী বারুইপুর জেলা পুলিশ নতুন করে ভি সি রুম এবং ভি আই পি লাউঞ্জ কমিনিটি হল ও জিমনোসিয়াম এর শুভ উদ্বোধন করেন পশ্চিম বাংলা পুলিশের এ ডি জি ও আই জি এবং সাবেক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশ সুপার শ্রী সিদ্ধনাথ গুপ্ত আই পি এস এবং পশ্চিম বাংলা পুলিশের প্রেসিডেন্সি রেঞ্জ এর পুলিশ সুপার ডক্টর তন্ময় রায় চৌধুরী আই পি এস এবং বারুইপুর জেলা পুলিশ সুপার শ্রী ভৈরব তেওয়ারী আই পি এস এবং বারুইপুর জেলা পুলিশের জোনাল সাহেব শ্রী ইন্দ্রজিৎ বসু আই পি এস এবং বারুইপুর জেলা পুলিশের অন্যান্য অফিসাররা উপস্হিত ছিলেন। এই কমিনিটি হল ও ভি সি রুম হওয়ার ফলে বারুইপুর জেলা পুলিশ দ্রুততার সাথে কাজ করতে পারবে বলে জেলা পুলিশ পক্ষ থেকে জানা গেছে।।