নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর পরিচালনা পর্ষদ ২০২৫-২০২৭ অর্থ বছরের নিয়মিত মাসিক সভা (১ম) ও নবনির্বাচিত পরিচালকগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর ১নং গেইট সংলগ্ন সনাতন পাল লেনের হোসিয়ারী ক্লাব ভবনের দ্বিতীয় তলায় এ শপথ গ্রহণ ও মাসিক সভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ হোসিয়ারী সমিতির অফিসে বেয়ারা নির্বাচনের বিজয়ীদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি। শপথ বাক্য পাঠ করেন- বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বদু, সহ-সভাপতি (জেনারেল) আবদুল সবুর খান, সাঈদ আহমেদ স্বপ্ন। শপথ বাক্যের মধ্য দিয়ে সভাপতি বদিউজ্জামান বদু ও দুই সহ-সভাপতি সহ ১৫জন পরিচালক হোসিয়ারী সমিতির (২০২৫ – ২০২৭) সাল পর্যন্ত দায়িত্ব গ্রহণ করেন।
জেনারেল গ্রুপে পরিচালকরা হলেন- মোঃ আব্দুল হাই, মোঃ পারভেজ মল্লিক, হাজী মোঃ শাহীন হোসেন, মোঃ আতাউর রহমান, আলহাজ্ব মনির হোসেন, মোঃ দুলাল মল্লিক, ফতে মোহাম্মদ রেজা রিপন, মোঃ মাসুদুর রহমান, বৌদ্যনাথ পোদ্দার।
এসোসিয়েট গ্রুপে পরিচালকরা হলেন- সাইফুল ইসলাম হিরু, আলহাজ্ব মোঃ নাছির শেখ, আবদুস সোবহান তালুকদার, নাছিম আহমেদ, বিল্লাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- আপীল বোর্ডের চেয়ারম্যান জি. এম. হায়দার আলী, বোর্ডের সদস্য মোঃ জাকারিয়া ওয়াহিদ, কৃষ্ণ কুমার সাহা, মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ শওকত আলী।