বন্দর প্রতিনিধি : বন্দর প্রেসক্লাব বনাম শুভ সকাল একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জানুয়ারী) সকাল ৯টায় বন্দরের ২০নং ওয়ার্ডের সোনাকান্দা পৌর স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় শুভ সকাল একাদশ ৫৭ রানের ব্যবধানে বন্দর প্রেসক্লাব একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে। ম্যাচের শুভ সকাল একাদশের রান সংখ্যা ১৫৩ বিপরীতে বন্দর প্রেসক্লাব একাদশ করে ৯৬ রান। ইফতেখারুল ইসলাম ইতু খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন। খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মাসুদুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবু সালেহ আকন খেলার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন খান কমলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ঢাকা প্রতিদিনের মফস্বল সম্পাদক রিয়াজুল রেজা, বন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জি এম মাসুদ, উপদেষ্টা আতাউর রহমান, কবির হোসেন , বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেবুব হোসেন,সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী,সহ- সাধারণ সম্পাদক জি.এম. সুমন, সাংবাদিক মাহফুজ জাহিদ, শুভ সকালের সভাপতি আব্দুল কুদ্দুস, ২২ নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা কাজী শহীদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *