বন্দর থেকে বিল্লাল হোসেন :
যথা যোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উদযাপন করেছে বন্দর উপজেলা প্রশাসন ও বন্দর উপজেলা আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

১৫ আগষ্ট মঙ্গলবার বেলা ১১টায় বন্দর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যেমে বন্দরে শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানিকতা শুরু হয়। বন্দর উপজেলা প্রশাসনের পক্ষ উপজেলা নিবার্হী কর্মকতার্ এ.বি.এম. কুদরত এ খুদা ও বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ. রশীদের নেতৃত্বে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে।

পরে বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীরমুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে। পরে বন্দর থানা পুলিশের পক্ষ থেকে বন্দর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে বন্দর থানা পুলিশ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।

এ ছাড়াও বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশীদ ও সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধানের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাহাদাত হোসেন, উপজেলা আওয়ামীরীগের সদস্য ও কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুজ্জামান ও সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেমসহ উপজেলা ও কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক র্অপন করেন।

এ ছাড়াও বন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকের নেতৃত্বে বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার মোহাম্মদ আলিম, বন্দর প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক জি.এম. সুমন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, প্রচার সম্পাদক শাহ জামাল, বন্দর প্রেসক্লাবের স্থায়ী সদস্য জি.এম. মজনু, হাজী নাসির উদ্দিন, মাহফুজুল আলম জাহিদ, বন্দর প্রেসক্লাবের প্রাথমিক সদস্য, লতিফ রানা, ইকবাল হোসেন, মেহেদী হাসান মুন্না ও টুটুল প্রমুখ। এ ছাড়াও বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল্লাহ ও নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি-১ বন্দর জোনাল অফিসের ডিজিএম শ.ম. মিজানুর রহমান, প্রকৌশলী হেমায়াত হোসেন বিশ্বাস, এ.জি.এম. আব্দুল মজিদ, ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমান, পিইউসি আব্দুল ছালাম ও প্রবীর কুমার রায়সহ বিভিন্ন সামাজিক সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধু ও স্বপরিবারের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *