বন্দর প্রতিনিধি:
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে জন সম্পৃক্তার লক্ষে বন্দর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও লিফলেট বিতরন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারী) বিকেল ৩টায় পুরান বন্দর চৌধুরীবাড়ীস্থ ছালেহ বাবা দরবার শরিফ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও লিফলেট বিতরণ কালে মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিগত দিনে রাজপথে থেকে যারা আন্দোলন সংগ্রাম ত্বরান্বিত করেছে, যারা জেল খেটেছে, যারা যুদ্ধ করেছে তাদের মতো যোগ্যদেরকে বিবেচনায় এনে সে সমস্ত পরীক্ষিত সৈনিকদের নিয়ে প্রতিটি ইউনয়নকে বিএনপির নেতৃত্বে ঢেলে সাজানো হবে।

বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. শাখাওয়াত হোসেন খান,সদস্য সচিব আবু আল ইউসুফ টিপু,বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন,বন্দর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মতিন,সহ সভাপতি বাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন,বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দল ননেতা সোহেল প্রধান,রুবেল কিবরিয়াসহ স্থানীয় নেতাকর্মী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *