বন্দর প্রতিনিধি:
বন্দরে এক রাতে সৌদি আরব প্রবাসী বাসা বাড়ি ও অপর একটি ডকইয়ার্ডে দুঃসাহসিক চুরি সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে। অজ্ঞাত নামা চোরের দল বাসা বাড়ি বেন্টিলেটর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্ট্রিলের আলমারী লকার ভেঙ্গে নগদ ১ লাখ ২০ হাজার টাকা, ২ ভড়ি স্বণার্লংকার, হাতঘড়ি ও বসত ঘরে রক্ষিত পরিধানের কাপড় চোপড় চুরি করে নিয়ে যায়।

অন্যদিকে চোরের দল কৌশলে সাদমান শাহারিয়ার শিপিং লাইন ডকইয়ার্ডে প্রবেশ করে ৩টি অক্সিজেনের ভরা বোতল ও ৩ পিছ লোহার এঙ্গেল চুরি করে ৫০ হাজার টাকা ক্ষতি সাধন করে পালিয়ে যায়। গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) গভীর রাতে বন্দর থানার ২০ নং ওয়ার্ডের পশ্চিম হাজীপুর ও বন্দর উপজেলার আইসতলাস্থ সাবদী এলাকায় এ দুইটি চুরি ঘটনা ঘটে। এ ঘটনায় ডকইয়ার্ড কতর্ৃপক্ষের ম্যানেজার নজরুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় অজ্ঞাত নামা আসামী করে লিখিত অভিযোগ দায়ের করলে প্রবাসী বাড়িতে চুরি ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চালাচ্ছে ক্ষতিগ্রস্থের পরিবার।

চুরি ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সৌদি প্রবাসী কবির মিয়ার ছোট ভাই মিলন জানান, বাড়িতে কেউ না থাকার সুবাদে অজ্ঞাত চোরের দল বেন্টিলেটর ভেঙ্গে কৌশলে ঘরে প্রবেশ করে। পরে ঘরে রক্ষিত নগদ টাকা, ২ ভড়ি স্বণার্লংকার ঘড়ি ও কাপড়চোপর চুরি করে নিয়ে যায়। ডকইয়ার্ড ম্যানেজার নজরুল ইসলাম জানান, বুধবার রাত ৪টায় অজ্ঞাত নামা চোরের দল কৌশলে ডকইয়ার্ডে প্রবেশ করে ৩টি ভরা অক্সিজেনের বোতল যার মল্য ৩০ হাজার টাকা ও ৩পিছ লোহার এঙ্গেল চুরি করে নিয়ে আরো ২০ হাজার টাকা ক্ষতি সাধন করে পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক জানান, অভিযোগটি দুইটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *