বন্দর প্রতিনিধি:
ভারি বৃষ্টিপাতের সময় বসুন্ধরা সিমেন্টবাহী ট্রাক অবাধে চলাচলের কারনে বন্দরে ফরাজিকান্দা বাজারের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটি ধ্বসে গিয়ে সাধারন জনগনের যাতায়েতের মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। গত বুধবার (১৬ এপ্রিল) রাতে উল্লেখিত এলাকায় এ রাস্তাটি ধ্বসে পড়ার ঘটনা ঘটে। ওই সময় মুহুর্তে মধ্য যান চলাচল বন্ধ হয়ে পররে ওই পথে সাধারন যাত্রী চরম ভোগান্তিতে পরে।

বিভিন্ন তথ্যসূত্রে জানাগেছে, ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে কতিপয় স্বার্থনিশি মহল নিম্নমানের কাজ করার কারনে নির্মানের ২ বছর না যেতেই রাস্তাটি ধ্বসে পরেছে সরকারি খালে। এতে করে বন্দর উপজেলার ফরাজিকান্দা, বালিয়াগাও, আলীনগর, পুনাইনগর, ঘারমোড়া, চুনাভূরা, আলীসারদী, শুভকরদী, কলাগাছিয়া, নিশং, মহনপুর ১নং মাধবপাশা ও ২ নং মাধবপাশা, কান্দিপাড়াসহ কমপক্ষে ২০/২৫ হাজার সাধারন জনগনের যাতায়েত ব্যবস্থা ভেঙ্গে পরে।

কলাগাছিয়া ইউনিয়নের বালিয়াগাও এলাকার বাসিন্দা জনৈক আমির হোসেন গণমাধ্যমকে আরো জানান, রাস্তাটি ভেঙ্গে পরার কারনে সাধারন জনগনসহ এসএসসি পরিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। রাস্তাটি সংস্কারের কোন উদ্যাগ না করায় এ ইউনিয়নের অধিকাংশ জনসাধারন বাধ্য হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করে শহর ও বন্দরে যোগাযোগ রক্ষা করে চলছে।
এ ব্যাপারে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে । অচিরেই সড়কটি সংস্কার করা হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *