বন্দর প্রতিনিধি:
বন্দরে সড়ক দর্ূঘটায় অজ্ঞাত নামা পুরুষ (৪৫) নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গত মঙ্গলবার (১৩ জুন) রাত সোয়া ৯টায় কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ আরিফ রেজা বাদী হয়ে অজ্ঞাত নামা চালককে আসামী করে বন্দর থানায় সড়ক দর্ূঘটনা আইনে এ মামলা রুজু করেন।

যার মামলা নং- ১৮(৬)২৩। এর আগে গত মঙ্গলবার (১৩ জুন) রাত পৌনে ৪টা সময় বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের মালিবাগস্থ সুন্দরবন পেট্রোল পাম্পের বিপরীতমুখী লেনে এ দর্ূঘটনাটি ঘটে। দর্ূঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দর্ূঘটনা কবলিত স্থান থেকে ঢাকা মেট্রো ন ২১-৬২০৩ নাম্বারের একটি পিকআপ গাড়ী জব্দ করে। দর্ূঘটনার পর থেকে অজ্ঞাত নামা পিকআপ
চালক পলাতক রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের মালিবাগস্থ সুন্দরবন পেট্রোল পাম্পের বিপরীত ৫০ গজ পূর্বে ঢাকাগামী লেনে দাউদকান্দী হইতে ঢাকাগামী ঢাকা মেট্রো ন ২১-৬২০৩ নাম্বারের একটি পিকআপ গাড়ী চালক বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাত নামা ৪০ বছরের এক পুরুষকে ধাক্কা দিলে সে গুরুত্বর জখম হয়।

পরে অজ্ঞাত নামা পিকআপ চালক প্রান রক্ষার্থে পিকআপ গাড়ী ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্থায় অজ্ঞাত নামা পুরুষকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পলাতক চালককে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *