বন্দর প্রতিনিধি:
বন্দরে মদনপুর-মদনগঞ্জ সড়কে দুর্ঘটনা প্রতিরোধে, ট্রাফিক পয়েন্ট ও সিসি ক্যামেরা স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ও এলাকাবাসী।

বুধবার (২২ জানুয়ারী) সকাল ১০টায় বন্দর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র নেতা সাকিল হোসেনের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন সড়ক র্দূঘটনায় নিহত অটো চালক আসাদ মিয়ার পরিবারসহ স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন,বৈষম্যবিরোধী ছাত্রনেতা রিফাত হোসেন অন্তু, হৃদয় ভূঁইয়া, শিথিল ভূঁইয়া, সিফাত, হোসাইন, আমিনুল সিফাত, রিফাত হোসেন ও হোসাইন সহ নিহত আসাদ মিয়ার স্ত্রী ও পূত্র। আগামি ৭ দিনের মধ্যে প্রশাসন সড়কের শৃঙ্খলা ফিরে না আনলে সড়ক অবরোধের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী আন্দোলনকারি শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্যে বক্তরা বলেন, মদনপুর-মদনগঞ্জ সড়কে দুর্ঘটনায় নিহত আসাদ মিয়ার পরিবার সহ সকল নিহত পরিবারকে সরকারিভাবে পুনবাসন সহ সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *