বন্দর প্রতিনিধি:
বন্দরে যাত্রীবাহী সেন্টমার্টিন পরিবহনে তল্লাশি চালিয়ে ২ কেঁজী গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো সুদূর বরগুনা জেলার সদর থানার ধানসিঁড়ি এলাকার জয়নাল মীরের ছেলে রফিক মীর (৩৭) ও একই এলাকার নূর মোহাম্মদ মিয়ার ছেলে জাহাঙ্গীর (৪৮)।
গাঁজা উদ্ধারের ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ জয়নুল আবেদীন বাদী হয়ে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) রাতে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং ৩১(২)২৫। ধৃতদের বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে মাদক মামলায় আদালত প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) ১টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা মেট্রো-ব-১১-৫৩০৬ নাম্বরে বাসে তল্লাশী চালিয়ে উল্লেখিত গাঁজাসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা দীর্ঘ দিন ধরে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।