বন্দর প্রতিনিধি:
ভূমি দস্যুদের আইনের আওতায় আনার জন্য মাঠে নেমেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি । গত বুধবার (১৪ জুন) জেলার অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বন্দরের ধামগড় এলাকার জনৈক রহিম বাদশার আবেদনের প্রেক্ষিতে তিনি এ নির্দেশ দেন।

যার স্বারক নং ৪৮০৩/অপরাধ। বন্দরের ধামগড় নয়ামাটি এলাকার মৃত মহব্বত আলীর ছেলে রহিম বাদশার পৈত্রিক সম্পত্তি একই এলাকার মৃত আফছার উদ্দিনের ছেলে ভূমিদস্যু আতাবর ও সাহাবুদ্দিন জাল দলির সৃজন করে কয়েকজন ভূমি দস্যুদের সাথে নিয়ে সম্পত্তি জবর দখর করে বিক্রি করে দেয়ার অভিযোগে আইজি, ডিআইজি, র‍্যাব ও এসপি দফতরে অভিযোগ করেন।

তার দেয়া অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার এ নির্দেশ দেন। যে কোন সময় ভূমি দস্যুরা গ্রেপ্তার হতে পারে। এছাড়াও জানা গেছে, ডিবি পুলিশ অন্যান্য ভূমি দস্যুদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। যেখানেই ভূমি দস্যুরা অন্যায় ভাবে নিরিহ লোকের সম্পত্তি জবর দখল করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *