বন্দর প্রতিনিধি:
বন্দরে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ পুলিশ। সোমবার (১৭ মার্চ) দুপুর সোয়া ২টা দিকে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধস্থ রাজঘাটের সামনে থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয় ।

স্থানীয়রা জানিয়েছে, সোমবার সকালে স্থানীয় এলাকাবাসী ব্রহ্মপুত্র নদে অজ্ঞাত নামা এক পুরুষের মৃতদেহ ভাসতে দেখে কলাগাছিয়া নৌ পুলিশকে সংবাদ জানায়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দুপুরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

কলাগাছিয়া নৌ ফাঁড়ী পুলিশ পরিদর্শক সালে আহমেদ পাঠান গণমাধ্যমকে জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। উদ্ধারকালে তার পরনে শুধু একটি গেঞ্জি ছিল, তবে নিচের অংশে কোনো পোশাক পাওয়া যায়নি। লাশটি ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় ছিল এবং পচন ধরতে শুরু করেছিল। পুলিশের ধারণা, কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে, তবে সঠিক সময় নির্ধারণ করা সম্ভব হয়নি।

অজ্ঞাত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের একটি দল বিষয়টি তদন্ত করছে এবং আশপাশের থানাগুলোতে নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি আরো জানান, এটি হত্যাকাণ্ড নাকি কোনো দুর্ঘটনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *