বন্দর প্রতিনিধি:
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে ২ নারী আসামীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের শনিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর থানার দেউলী চৌরাপাড়া এলাকার ইসমাইল মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী লিটন (২৬) ধামগড় সেনেরবাড়ী এলাকার নজরুল মোল্লা মিয়ার মেয়ে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শিরিনা বেগম (৩০) নবীগঞ্জ কদম রসুল এলাকার মামুন মিয়ার স্ত্রী কুলসুম বেগম (৩২) পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার মৃত আব্দুল রব সরদারের ছেলে শাহীন সরকার (৫৫) একরামপুর পৌরসভা এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাজন ওরফে রাজা (৩৫) ও মদনগঞ্জ লক্ষারচর এলাকার মৃত আহাম্মদ আলী মিয়ার ছেলে সুজন (৩৮)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *