বন্দর প্রতিনিধি:
বন্দর স্ট্রীল মিলের সামনে ২টি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ ও ভাংচুর মামলায় বিএনপি ২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের সোমবার (১৩ নভেম্বর) দুপুরে বন্দর থানায় রুজুকৃত ১(১১)২৩ মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বিএনপি কর্মীরা হলো গাজীপুর জেলার কালিগঞ্জ থানার জাঙ্গালিয়া এলাকার মৃত সাফাজ উদ্দিন মিয়ার ছেলে রাসেল (৪১) ও বন্দর থানার নেহাল সরদারের বাগ এলাকার হাজী বাবুল মিয়ার ছেলে রুবেল (৩০)।

গত রোববার (১২ নভেম্বর) রাতে বন্দরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত (৩১ অক্টোবর) অবরোধ চলাকালে বন্দর ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের বন্দর স্ট্রিল মিল এলাকায় দুটি পিকআপ ভ্যানের অগ্নিসংযোগ ও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে। এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রর উপ-পরিদর্শক আলী ইসলাম বাদী হয়ে জেলা বিএনপি সভাপতি ও সাধারন সম্পাদকসহ ২৯ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করে।

উল্লেখ্য, বিএনপি ডাকা অবরোধ সমর্থনে জেলা বিএনপি সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারন সম্পাদক খোকনসহ বিএনপি নেতৃবৃন্দ গত (৩১ অক্টোবর) অবরোধ চলাকালে বন্দর ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের বন্দর স্ট্রিল মিল সংলগ্ন এলাকায় দুটি পিকআপ ভ্যানের অগ্নিসংযোগ ও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে।

রাস্তা অবরোধ ও পিকআপ গাড়ীতে অগ্নিসংযোগের খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় বিক্ষোভরত বিএনপি নেতাকর্মীরা গ্রেপ্তার এড়ানোর জন্য কৌশলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ১/ ৪ টুকরা বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ যাহাতে লাল কচটেপ দিয়ে মোড়ানো, ২/ টায়া্র পুড়ানো অংশ বিশেষ।৩/ ১০ টকরা ভাঙ্গা গ্লাস, (যাহা আসামীরা চলন্ত গাড়ীতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুরের অংশ বিশেষ জব্দ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *