বন্দর প্রতিনিধি:
বন্দরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে কদম রসুল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাজী জহিরুল ইসলাম (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা কাজী জহিরুল ইসলাম বন্দর ৪৯০ উইলসন রোড এলাকার মৃত কাজী আবু বকর সিদ্দিক মিয়ার ছেলে।

গ্রেপ্তারকৃতকে বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ১৮(২)২৫ নং মামলায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-৬এ প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) রাতে বন্দর থানা চিতাশাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সকাল ১১টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কদম রসুল কলেজের গেইট এর সামনে আন্দোলনরত অবস্থায় উক্ত আসামীসহ এজাহার নামীয় ১নং আসামী হইতে ২৯ নং আসামী ও তাদের সহযোগী অজ্ঞাতনামা আসামীরা ভিকটিমকে উক্ত স্থানে পাইয়া বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া পিটাইয়া ও কোপাইয়া শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম করে।

তখন বাদীর ডাক চিৎকার শুনিয়া এলাকার ছাত্র জনতা ও সাধারণ জনগন আগাইয়া আসিলে আসামীগন বাদীকে প্রকাশ্যে খুন-জখমের হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল ত্যাগ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *