বন্দর প্রতিনিধি:
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ১১৬ কেঁজী গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে অজ্ঞাত নামা আরো ২/৩ জন মাদক ব্যবসায়ী।

ওই সময় জেলা গোয়েন্দা পুলিশ ডিবি মাদক বহনকৃত চট্র মেট্রো ট ১১-৫৮৪২ নাম্বারের নীল রংএর টাটা কোম্পানী একটি কারগো ভ্যান জব্দ করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো নোয়াখালী জেলার সেনবাগ থানার চান্দুর খলিফা পাড়া এলাকার মৃত হারিছ উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৩৩) ও লক্ষীপুর জেলার কমলনগর থানার তোরাবগঞ্জ এলাকার রুহুল আমিন মিয়ার ছেলে কামাল (৩৪)।

বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আশিক ইমরান বাদী হয়ে মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত ২ মাদক ব্যবসায়ীসহ ২/৩ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩(৭)২৩। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (৪ জুলাই) রাত ২টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের জাঙ্গালস্থ ঢাকাগামী লেনেরমেসার্স শাহাজালাল মটরস ওয়ার্কশপের সামনে গাড়ী পার্কিং এর উপর থেকে গাঁজা বহনকৃত করগো ভ্যানসহ উল্লেখিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত সোমবার (৩ জুলাই) রাতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এসআই আশিক ইমরানসহ সঙ্গীয় ফোর্স জেলা গোয়েন্দা শাখার ডায়েরী নং-৫৫ মূলে বন্দরে বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পায় বন্দর থানাধীন জাঙ্গাল এলাকায় শাহাজালাল মটরস এর সামনে গাড়ি পার্কিং করার স্থানে কতিপয় মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য বিক্রি উদ্দেশ্যে কারগো ভ্যানসহ অবস্থান করছে।

বিষয়টি উর্ধ্বতন কতর্ৃপক্ষকে অবহিত করে উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে মঙ্গলবার (৪ জুলাই) রাত দেড়টায় উল্লেখিত স্থানে উপস্থিত হইলে ওই সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক ব্যবসায়ীরা কৌশলে পালানোর চেষ্টা করলে ওই সময় নিজাম উদ্দিন ও কামাল নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অজ্ঞাত নামা ২/৩ জন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে গ্রেপ্তারকৃতদের দেহ ও আটককৃত কারগো ভ্যান তল্লাশী চালিয়ে ৭টি প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১১৬ কেঁজী গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *