বন্দর প্রতিনিধি:
বন্দরে দিন দুপুরে চোরাইকৃত মিশুক গাড়ী কেটে বিক্রি করার সময় স্থানীয় জনতা চুরি হওয়া মিশুক গাড়ীটি উদ্ধার করেছে। ওই সময় চোরের দল জনতার উপস্থিতি টের পেয়ে প্রান রক্ষার্থে কৌশলে পালিয়ে যায়।

বুধবার (১৮ ডিসেম্বর) বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ এম এন ঘোষাল রোডস্থ সাজিদ ওয়ার্কশপ থেকে ওই চোরাইকৃত মিশুক গাড়ীটি উদ্ধার করে জনতা । এর আগে গত সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় সোনারগাঁ থানার এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, সোনারগাঁ থানার সম্বুভূরা এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে অপু মিয়া দীর্ঘদিন ধরে তাদের ক্রয়কৃতক মিশুক গাড়ী চালিয়ে জীবন যাপন করে আসছে। এর ধারাবাহিকতা গত সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় মিশুক চালক অপুর কাছ থেকে গাড়ীটি চালানোর কথা বলে একই থানার দড়িগাও এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে রায়হান নিয়ে আসে।

এদিকে রায়হান উল্লেখিত মিশুক গাড়ীটি বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে সাকিবের নিকট নিয়ে আসলে উল্লেখিত চোরের দল চোরাইকৃত মিশুক গাড়ীটি মদনগঞ্জ শান্তিনগর এলাকার সাইদুল মিয়ার ছেলে সাজিদের নিকট ১৭ হাজর টাকা বিক্রি করে দেয়। পরে ওয়ার্কশপ মালিক সাজিদ দিন দুপুরে নতুন মিশুক গাড়ী কাটার সময় জনতার নজরে পরে। ওই সময় জনতা মদনগঞ্জ এমএন ঘোষাল রোডস্থ সাজিদের ওয়ার্কশপ থেকে চোরাইকৃত মিশুক গাড়ীটি উদ্ধার করতে সক্ষম হয়। ওই জনতার উপস্থিত টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে উল্লেখিত চোরের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *