বন্দর প্রতিনিধি : বন্দরে পৃথক অভিযান চালিয়ে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও বন্দর থানা পুলিশ। অ়ভিযান কালে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থা ধৃত ৩ মাদক ব্যবসায়ী কাছ থেকে ৫০ পিছ ইয়াবা ও ৫ কেঁজী গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল কলেজ মাঠপাড়া এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে কামাল (৪০) সুদূর বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার নলুয়াস্থ হাওলাদার বাড়ি এলাকার আজিজ হাওলাদার মিয়ার মেয়ে আসমা বেগম (২৮) ও কাঁচপুরস্থ জনৈক জালাল মিয়া বাড়ি ভাড়াটিয়া কৃষ্ননাথের ছেলে মুন্না (২৮)।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের শনিবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের জনৈক রাকিব হোসেনের বাড়ি সামনে পাঁকা রাস্তার উপরে ও একই তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে বন্দর উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের রাফি ফিলিং স্টেশনে র সামনে পাঁকা রাস্তার উপর পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ উল্লেখিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ইয়াবা ও গাঁজা উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থা বাদী হয়ে বন্দর থানায় পৃথক মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৪(২)২৪ ও ৫(২)২৪। থানার তথ্য সূত্রে জানাগেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ- পরিদর্শক ইকবাল আহমেদ দীপুসহ সঙ্গীয় ফোর্স গত শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনে সামনে অভিযান চালিয়ে ৫ কেঁজী গাঁজাসহ আসমা বেগম (২৯) ও মুন্না (২৮) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ছাড়াও বন্দর থানার উপ- পরিদর্শক বিল্লাল হোসেনসহ সঙ্গী ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের জনৈক রাকিব হোসেনের
বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবাসহ কামাল নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বন্দর থানা পুলিশ সূত্রে জানাগেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে বন্দরে বিভিন্নস্থানে অবাধে গাঁজা ও ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *