বন্দর প্রতিনিধি:
বন্দরে গনধর্ষন মামলার এজাহারভূক্ত আসামী রোহান (১৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) রাতে বন্দর উপজেলার বালুচর এলাকাস্থ নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যার মামলা নং- ৩৩(১)২২। গ্রেপ্তারকৃত ধর্ষক রোহান উল্লেখিত এলাকার জরুল মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

উল্লেখ্য গত ১৮ অক্টোবর ২০২২ ইং সালে বন্দর ঝাউতলা এলাকার এক যুবতীকে ইচ্ছার বিরুদ্ধে ৪/৫ ধর্ষক জোর পূর্বক ভাবে গনধর্ষন করে। এ ঘটনায় ভূক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ধর্ষক রোহানসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। সম্প্রতি সময়ে এ গনধর্ষন মামলার বেশ কিছু এজাহারভূক্ত আসামীকে গ্রেপ্তার আদালতে প্রেরণ করতে সক্ষম হলেও অপর ধর্ষক রোহান আত্মগোপন করে। গত মঙ্গলবার রাতে মামলার তদন্তকারি কর্মকতার্ বন্দর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তসলিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বালুচর এলাকায় অভিযান চালিয়ে গন ধর্ষন মামলার পলাতক আসামী রোহানকে তার নিজ বসত বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *