বন্দর প্রতিনিধি:
বন্দরে সোনাকান্দা ঋষিপাড়া পঞ্চায়েত কমিটি নিবার্চন নিষেধাজ্ঞা চেয়ে বিজ্ঞ আদালতে দেওয়ানী মোকদ্দমা দায়ের করা হয়েছে। গত বুধবার (৩০ আগস্ট) উল্লেখিত এলাকার সুনিল চন্দ্র দাস বাদী হয়ে বিবাদী সুশিল চন্দ্র দাসগং এর বিরুদ্ধে বিজ্ঞ বন্দর সিনিয়র সহকারী জজ আদালতে তিনি এ দেওয়ানী মামলা দায়ের করেন।
যার দেওয়ানী মোকদ্দমা নং- ২২৭/২০২৩। দেওয়ানী মামলার তথ্য সূত্রে জানাগেছে, বাদী সোনাকান্দা ঋষিপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। উল্লেখিত এলাকার প্রতিষ্ঠিত মন্দির কমিটি নিবার্চনে অংশ গ্রহন করার অধিকার রয়েছে। এলাকার জামাই হবার কারনে মোকদ্দমা বাদী প্রার্থীতা বাতিল হবার কোনও আইনগত বিধান নেই।
বাদীপক্ষের প্রার্থীত মতে কেন শ্রী শ্রী কালি মন্দির ঋীসপাড়া এনায়েতনগর পঞ্চায়েত নিবার্চন ২০২৩ অবৈধ ঘোষনা করা হইবে না তৎর্মমে অত্র নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে ১-১০ নং বিবাদীগনকে কারন দশার্নোর নির্দেম প্রদান করা হইল। ইতিমধ্যে ঋষিপাড়া এনায়েতনগর পঞ্চায়েত নিবার্চন/২০২৩ এর কমিটি গঠন করা হইতে উভয়পক্ষকে পরবর্তী আদাদেশ না দেওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। আগামী ১ সেপ্টেম্বর আসন্ন নিবার্চন স্থগিত করা হইল।