বন্দর প্রতিনিধি: বন্দরে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ চিহিৃত মাদক সম্রাট সাজ্জাদ হোসেন সাজুসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। রোববার (১২ ফেব্রুয়ারী) রাত ৩টায় বন্দর থানার ত্রীবেনী ব্রীজের সামনে থেকে ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক নাহিদ মাছুম বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারিকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে। যার মামলা নং- ১৪(২)২৩।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকার আমির হোসেন মিয়ার ছেলে একাধিক মাদক মামলার আসামী ও চিহিৃত মাদক সম্রাট সাজ্জাদ হোসেন সাজু (৩৫) ও একই এলাকার মানিক মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী ফয়সাল হোসেন বাদশা (২৪)। গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীকে রোববার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাজ্জাদ হোসেন ওরফে সাজু ও তার সহযোগী বাদশা দীর্ঘ দিন ধরে বন্দর থানার দড়ি-সোনাকান্দা, মাহমুদনগর, বেপারীপাড়াসহ এর আশে পাশে এলাকায় গুলোতে অবাধে ইয়াবা ব্যবসা করে আসছে। গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেন সাজু বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।