ইন্দ্রজিৎ টিকাদার বটিয়াঘাটা(খুলন)প্রতিনিধি:
তথ্য আমার অধিকার জানা আছে কি সবার, তথ্য আমার অধিকার জানতে হবে সবার ” এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে কেএমএসএস এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় পরিষদ অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন । বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্দল, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল।কেএমএসএস পিপিআর প্রকল্পের প্রজেক্ট অফিসার শামীমা পারভীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, তথ্য কর্মকর্তা মিতালী মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, খাদ্য কর্মকর্তা সরদার জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির, সেটেলমেন্ট কর্মকর্তা মোঃ শফিউল্লাহ, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার দেবু টিকাদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংবাদিক বিপ্রদাস রায়, নিখিলেশ গাইন কেএমএসএস কর্মকর্তা খালিদ হোসেন ও ইসমত আরা জবা প্রমূখ। অনুষ্ঠানে থানা পুলিশ সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তারা জাতে সংবাদকর্মী এবং জনসাধারণের মাঝে সরকারের সকল ইতিবাচক তথ্য সরবরাহ করে তার আহ্ববান জানানো হয় ।