ইন্দ্রজিৎ টিকাদার বটিয়াঘাটা প্রতিনিধি ঃ

খুলনা জেলাপরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ বলেছেন, জাতির সূর্যসন্তান বীরমুক্তিযোদ্ধারা সে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবন বাজি রেখে দেশের জন্য ঝাঁপিয়ে পড়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছিল । মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামীলীগ সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাই আজকে মুক্তিযুদ্ধের বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করেন । অবহেলিত মুক্তিযুদ্ধের বিভিন্ন ধরনের ভাতা সহ গৃহ নির্মাণ করে দিয়ে মাথা গুঁজার ঠাই করে দিয়েছেন ।

পাশাপাশি মৃত্যু বরণ করলে বীরমুক্তিযোদ্ধদের রাষ্ট্রী ভামঙ্গলবার সকালে উপজেলার বারোআড়িয়া স্মৃতিসৌধ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে তাদেরকে সরণ করা হয়। ১৯৭১ সালে ২৯ নভেম্বর এই দিনে ৬০ ঘন্টা যুদ্ধেরপর বটিয়াঘাটা থানার বারোআড়িয়া রাজাকার ক‍্যাম্পের পতন হয়। যুদ্ধে জ‍্যোতিষ মন্ডল ও আব্দুল আজিজ মোল্লা শহীদ হয়। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বেলা ১১ টায় বারোআড়িয়া স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন,বটিয়াঘাটা বীর মুক্তিযোদ্ধা বৃন্দ। খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা প্রশাসন,বারোআড়িয়া শহীদ স্নরনী মহাবিদ্যালয়, সুরখালী ইউনিয়ন পরিষদ,বটিয়াঘাটা প্রেসক্লাব খুলনা,সহ বিভিন্ন সামাজিক সংগঠন।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুন অর রশিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নূরুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুলহ বিন মাসুদ,অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার,বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস সামছুর রহমান, ডুমুরিয়া উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক,খুলনা খানজাহান থানা ৩৫নং ওয়ার্ড কমান্ডার মিনা আলাউদ্দীন,নিরঞ্জন রায়,বিকাশ কুসুম মন্ডল,দিবাকর মন্ডল, নুরুল ইসলাম খোকন। খুলনা জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামান, জেলা শৈনিক লীগের সভাপতি ও সুরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম ফরিদ রানা, কৃষক লীগ নেতা শেখ মোঃ শাহারুজ্জামান শাহারিয়ার সহ মুক্তিযোদ্ধা সংসদ,বটিয়াঘাটা ইউনিট, মুজিববাহিনী ৭১ ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও সংবাদকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *