ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলায় বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫০ তম গ্রীষ্মকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগীতা ২০২৩ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
চুড়ান্ত পর্বের খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। স্থানীয় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত খেলায় অবঃ অধ্যাঃ মনোরঞ্জন মন্ডল’র সঞ্চালনায় অনুষ্ঠিত খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ কুমার আউলিয়া,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক গাজী তরিকুল, সাংবাদিক রিপন রায়, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অন্নদা শংকর রায়, প্রধান শিক্ষক তৃপ্তি রাণী বিশ্বাস, প্রধান শিক্ষক শুভংকর মন্ডল, ক্রীড়া শিক্ষক ভঞ্জন কুমার অধিকারী, শিক্ষক যথাক্রমে মৃত্যুঞ্জয় বিশ্বাস, অংশুপতি মল্লিক, অজিত রায়, অর্ঘ গোলদার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ভগবতী গোলদার, ইউপি চেয়ারম্যান জিএম মিলন গোলদার, সহকারী শিক্ষক সুচিত্রা বিশ্বাস, মৃদুল রায় প্রমূখ।
চূড়ান্ত প্রতিযোগীতায় নারী দলের খেলায় জলমা-চক্রাখালী সরকারি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল একাদশ ৬-০ গোলে বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয় ফুটবল একাদশকে পরাজিত করে এবং পুরুষ দলের প্রতিযোগীতায় বটিয়াঘাটা হেড কোয়াটার পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল একাদশকে ৩ -০ গোলে পরাজিত করে খারাবাদ বাইনতলা কলেজিয়েট স্কুল ফুটবল একাদশ । খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।