নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ফটো সাংবাদিক মোক্তার হোসেন’র ৫ দিন ব্যাপী চতুর্থ একক আলাকচিত্র প্রদর্শণীর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে নগরীর প্রাণকেন্দ্রে এ আলোকচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন হয়।

নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিক সচেতন পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক মোক্তার হোসেন’র একক আলোকচিত্র প্রদর্শণীর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল’র সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চঁন্দন শীল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বি. কে. এম. ই. এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডমির কালচারাল অফিসার রুনা লায়লা, বাংলাদশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমদ লাভলু, নাসিক ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, দৈনিক স্বাধীন বাংলাদশ পত্রিকার প্রকাশক মোঃ আশ্রাফ উদ্দিন, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক এস. এম. রাজা হোসেন রাজু, সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জের সভাপতি মোঃ শাহজাহান প্রমূখ।

এসময় সাংবাদিক এম.আর.হায়দার রানা’র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংক ফেডারেশনের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের আহ্বায়ক আব্দুল কাদের, বাংলা একাডেমির সদস্য বিশিষ্ট কবি ও সাহিত্যিক মুহাম্মদ জালাল উদ্দিন নলুয়া, বাংলাদশ সুপ্রীম কোর্টের আইনজীবি ও বাংলাদেশ মানবাধিকার ব্যুরো নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এড. রেজাউল করিম রেজা, জনতা ব্যাংক কর্মচারী ইউনিয়ন নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি মোসলেহ্ উদ্দিন জীবন, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান মান্নান ভূঁইয়া, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক এ. কে. এম. শফিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ মহসিন, দৈনিক অপরাধ রিপার্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপু, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচি, দৈনিক প্রথম আলো পত্রিকার ফটো সাংবাদিক পাপ্পু ভট্রাচার্য, ফটো সাংবাদিক প্রণব রায়, নাট্যশিল্পী কল্যাণ জোট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, দক্ষিণ নলুয়া পঞ্চায়েত কমিটির প্রধান ও আয়োজক মোক্তার হোসেন’র পিতা হাজী ফরহাদ মিয়া সহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন এবং বিভিন্ন পত্রিকার ফটো সাংবাদিক ও সাংবাদিকবৃন্দ।

উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভা শেষে ফিতা কেঁটে প্রদর্শণীর শুভ উদ্বোধন ঘাষণা করা হয়। আলোকচিত্র প্রদর্শণী ২২ ডিসেম্বর হতে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। এবং প্রতিদিন সকাল দশ টায় শুরু রাত আট টায় শেষ। এ-ই আলোকচিত্র প্রদর্শণীর প্রবেশ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *