আসলাম উদ্দিন আহম্মেদ,কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রামের উলিপুরে স্বনামধন্য লেখক জেসমিন আক্তার বৈশাখী রচিত “প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন বাংলাদেশের উন্নয়ন” গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন কুড়িগ্রাম- ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম,এ মতিন। লেখক জেসমিন আক্তার বৈশাখী ১৯৯৬ সালে জেলার উলিপুর উপজেলার বাগুয়া অনন্তপুর গ্রামে ব্রহ্মপুত্র নদীর তীরে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

আজ শনিবার সকাল ১০টায় উলিপুর প্রেসক্লাব হলরুমে সাংবাদিক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকারের সভাপতিত্বে, বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম,এ মতিন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উলিপুর পৌর মেয়র আলহাজ মামুন সরকার মিঠু।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা,স্বপন সরকার ভকত,সহ আরো অনেকে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, বই মানুষকে সামাজিক অবক্ষয় থেকে দুরে রাখে। তিনি বলেন, জ্ঞানের দুয়ার খুলে গেলে অপশক্তির কপাট বন্ধ হয়ে যায়। নতুন পাঠক সৃষ্টি করতে ভালো বইয়ের বিকল্প নেই বলেও মন্তব্য করেন । প্রধান মন্ত্রীর উন্নয়ন শীর্ষক এমন বই লেখায় লেখক জেসমিন আক্তার বৈশাখীকে সাধুবাদ জানান ও ভবিষ্যতে যে কারো যে কোনো সামাজিক উন্নয়ন কাজে পাশে থাকার আশ্বাস দেন তিনি ।
এ সময় উপস্থিত ছিলেন,এ টি এন বাংলা টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর, সাংবাদিক আসলাম উদ্দিন আহম্মেদ, আলমগীর হোসাইন, মাহমুল হাসান শাহীন সহ সাহিত্যিক,সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তি বর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *