খাদিজা আক্তার ভাবনাঃ
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাদ এশা নগরীর গলাচিপা রেললাইন জামে মসজিদ সংলগ্ন এই দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চন্দন শীল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা যুবলীগের প্রচার সম্পাদক আব্দুল কাদির, মহানগর ছাত্রলীগের সহ সভাপতি শুভ রায়।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য সায়েক শহীদ রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শান্ত হোসেন, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম শহীদ রেজা, মহানগর ছাত্রলীগ নেতা শামীম রানা, শামীম হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মামুন মোল্লা প্রমুখ।
দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন নেতৃবৃন্দ।